সালাতে দুই সেজদাহর মাঝে রাসূল(ছাঃ) যে দোয়া পড়তেন।

রাসুল (সাঃ) দুই সিজদার মাঝখানে বলতেন,
”আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনী,
ওয়াহদীনি, ওয়া আফিনী, ওয়ার-ঝুকনী”
অর্থ: হে আল্লাহ! তুমি আমায় মাফ কর,
আমাকে রহম কর, আমাকে হেদায়েত দান
কর, আমাকে শান্তি দান কর
এবং আমাকে রিজিক দাও| (মুসলিম,
মিশকাত পৃঃ ৭৭ হা/ ৮৯৩)
হুযায়ফা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) দুই
সিজদার মাঝে বলতেন, ‘রাব্বিগ ফিরলি”
অর্থ: হে প্রতিপালক! আমাকে ক্ষমা করুন|
(নাসাই, মিশকাত পৃঃ ৮৪); ইবনু
মাজাতে ‘আল্লাহুম্মাগ ফিরলি’ দুইবার
পড়ার কথা বলা আছে|

Author: abdurrakib7377

www.abdurrakib77.wordpress.com

Leave a comment